মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
কবীরা ও অন্যান্য গুনাহের বর্ণনা অধ্যায়
হাদীস নং: ৮১
কবীরা ও অন্যান্য গুনাহের বর্ণনা অধ্যায়
পরিচ্ছেদ : নিফাকী ও মুনাফিকী এবং দ্বিমুখী নীতির প্রতি ভীতি প্রদর্শন
৮১. আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। নবী করিম (ﷺ) বলেন, মুনাফিকদের অনেকগুলো আলামত আছে। সেগুলো দেখে তাদেরকে চেনা যায়। তাদের সম্ভাষণ হল অভিশাপ, তাদের খাদ্য লুটের মাল, তাদের গনিমত চুরির মাল। তারা মসজিদসমূহে খারাপ কথা বলার জন্য এর নিকটবর্তী হয়, নামাযের সময় শেষ হলে তারা নামাযে আসে। তারা অহংকার করে, কারও সাথে বন্ধুত্ব স্থাপন করে না এবং তাদের সাথেও কেউ বন্ধুত্ব স্থাপন করে না। তারা পরিত্যক্ত কাঠের মত রাতে ঘুমিয়ে থাকে এবং দিনের বেলা তারা ঝগড়া বিবাদ করে বেড়ায়।
كتاب الكبائر وأنواع اخرى من المعاصي
باب ما جاء في الترهيب من النفاق وذكر المنافقين وخصالهم وذي الوجهين
عن أبي هريرة (10) عن النبي صلى الله عليه وسلم قال إن للمنافقين علامات يعرفون بها تحيتهم لعنة وطعامهم نهية (11) وغنيمتهم غلول (12) ولا يقربون المساجد الا هجرا (13) ولا يأتون الصلاة إلا دبرا (1) مستكبرين لا يألفون ولا يؤلفون حشب (2) بالليل صخب بالنهار وفي رواية سخب بالنهار