মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
কবীরা ও অন্যান্য গুনাহের বর্ণনা অধ্যায়
হাদীস নং: ৭৪
কবীরা ও অন্যান্য গুনাহের বর্ণনা অধ্যায়
পরিচ্ছেদ: পূর্বপুরুষদের ও অন্যান্য বিষয় নিয়ে গর্ব করা থেকে ভীতি প্রদর্শন করা সম্পর্কে যা এসেছে
৭৪. 'আবদুল্লাহ ইবন বুরায়দা (রা) তার পিতা থেকে বর্ণনা করেন, তিনি বলেন, উয়ায়না ইব্ন বদর ও আকরা ইবন হাবিস ও আলকামা ইব্ন উলাছা রাসূল (ﷺ)-এর নিকট একত্রিত হয় আর তারা পূর্বপুরুষদের নিয়ে বংশের গৌরব করতে থাকে। তখন নবী করিম (ﷺ) বললেন, তোমরা যদি চাও, তাহলে আমি তোমাদেরকে জানাতে পারি যে, বনি আমরের পূর্বপুরুষরা যেন লাল অথবা মেটে রংয়ের উট যারা গাছের এক পাশ থেকে খায়। বর্ণনাকারী বলেন, সে ধারণা করে যে, রাসূল (ﷺ) বলেছেন, কোন বাগানে খায়। আর গাতফানরা হলো অসমতল টিলার মত। যেখান থেকে মানুষ পালিয়ে বেড়ায়। বর্ণনাকারী বলেন, তখন আকরা ইবন হাবিস (রা) বলেন, তাহলে বনি তামীমের পূর্বপুরুষগণ কোথায়? তখন রাসূল (ﷺ) বলেন, যদি লোকটি চুপ থাকতো, তবে ভাল হতো।
كتاب الكبائر وأنواع اخرى من المعاصي
باب ما جاء في الترهيب من التفاخر بالآباء في النسب وغير ذلك
عن عبد الله بن بريدة (1) عن أبيه (2) قال اجتمع عند النبي صلى الله عليه وسلم عيينة بن بدر والأقرع بن حابس وعلقمة بن علانة (3) فذكروا الجدود (4) فقال النبي صلى الله عليه وسلم ان شئتم أخبرتكم جد بني عامر (5) جمل أحمر أو آدم (6) يأكل من أطراف الشجر قال وأحسبه قال في روضة وغطفان (7) أكمة خشاء تنفي الناس عنها قال فقال الأقرع بن حابس فاين جد بني تميم (8) قال لو سكت