মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
কবীরা ও অন্যান্য গুনাহের বর্ণনা অধ্যায়
হাদীস নং: ৭৩
কবীরা ও অন্যান্য গুনাহের বর্ণনা অধ্যায়
পরিচ্ছেদ: পূর্বপুরুষদের ও অন্যান্য বিষয় নিয়ে গর্ব করা থেকে ভীতি প্রদর্শন করা সম্পর্কে যা এসেছে
৭৩. 'উকবা ইবন 'আমির (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) বলেন, তোমাদের বংশের কৌলিন্য কারও কারও জন্য গালির কারণ হয়ে দাঁড়িয়েছে; অথচ তোমরা সকলে আদমের সন্তান, একটি ওজন করা পাল্লার মত যা ভর্তি হওয়ার নিকটবর্তী অর্থাৎ তোমরা পরস্পরের নিকটবর্তী কেউ পরিপূর্ণ নও। নেক আমল ও দ্বীন ছাড়া কোন ব্যক্তির উপর অন্য ব্যক্তির মর্যাদা নেই। কোন ব্যক্তি খারাপ হওয়ার জন্য এটা যথেষ্ট যে, সে নির্লজ্জ, হীনমনা, কৃপণ ও কাপুরুষ।
كتاب الكبائر وأنواع اخرى من المعاصي
باب ما جاء في الترهيب من التفاخر بالآباء في النسب وغير ذلك
عن عقبة بن عامر (10) أن رسول الله صلى الله عليه وسلم قال ان انسابكم هذه ليست بسباب على أحد وانما أنتم ولد آدم علف الصاع (11) لم تملوه ليس لأحد فضل إلا بالدين أو عمل صالح حسب الرجل أن يكون فاحشا بذيا بخيلا جبانا