মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

কবীরা ও অন্যান্য গুনাহের বর্ণনা অধ্যায়

হাদীস নং: ৭২
কবীরা ও অন্যান্য গুনাহের বর্ণনা অধ্যায়
পরিচ্ছেদ: পূর্বপুরুষদের ও অন্যান্য বিষয় নিয়ে গর্ব করা থেকে ভীতি প্রদর্শন করা সম্পর্কে যা এসেছে
৭২. উবাই ইবন কা'ব (রা) থেকে বর্ণিত। এক ব্যক্তি জাহেলিয়াতের মত বংশ নিয়ে অহংকার করল, তখন উবাই তাকে আকারে-ইঙ্গিতে না বলে সুস্পষ্ট ভাষায় তা থেকে নিষেধ করলেন। তারা বললো, আমরা আপনাকে নির্লজ্জ মনে করতাম না। তিনি বলেন, আমাদেরকে রাসূলুল্লাহ (ﷺ) এভাবেই বলতে নির্দেশ দিয়েছেন।
كتاب الكبائر وأنواع اخرى من المعاصي
باب ما جاء في الترهيب من التفاخر بالآباء في النسب وغير ذلك
عن أبي عثمان (8) عن أبي بن كعب أن رجلا اعتزى فأعضه ابي بهن أبيه قالوا ما كنت فحاشا قال إنا أمرنا بذلك
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ - হাদীস নং ৭২ | মুসলিম বাংলা