মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

কবীরা ও অন্যান্য গুনাহের বর্ণনা অধ্যায়

হাদীস নং: ৭১
কবীরা ও অন্যান্য গুনাহের বর্ণনা অধ্যায়
পরিচ্ছেদ: পূর্বপুরুষদের ও অন্যান্য বিষয় নিয়ে গর্ব করা থেকে ভীতি প্রদর্শন করা সম্পর্কে যা এসেছে
৭১. উবাই ইব্‌ন কা'ব (রা) থেকে বর্ণিত। এক ব্যক্তি জাহেলী যুগের বংশ নিয়ে অহংকার শুরু করে। তখন তিনি তাকে আকারে-ইঙ্গিতে না বলে সুস্পষ্ট ভাষায় তা থেকে নিষেধ করলেন। তখন মানুষ তার দিকে দৃষ্টি দিলো। (অর্থাৎ খারাপ দৃষ্টিতে তাকালো।) তখন তিনি গোত্রের লোকদের উদ্দেশ্য বললেন, আমি জানি তোমাদের অন্তরে কি আছে, (অর্থাৎ তোমরা আমার এ কাজ পছন্দ করছো না।) কিন্তু আমি একথা ছাড়া অন্য কিছু বলতে সমর্থ্য নই যে রাসূলুল্লাহ (ﷺ) আমাদেরকে আদেশ দিয়েছেন, তোমরা যখন শুনবে কোন ব্যক্তি জাহেলী যুগের মত বংশ নিয়ে অহংকার করে, তখন তোমরা কঠোরভাবে তাকে এ কাজ থেকে বারণ করবে। কোন আকার-ইঙ্গিতের আশ্রয় নেবে না।
كتاب الكبائر وأنواع اخرى من المعاصي
باب ما جاء في الترهيب من التفاخر بالآباء في النسب وغير ذلك
عن عتي بن ضمرة (2) عن ابي بن كعب أن رجلا اعتزى (3) بعزاء الجاهلية فأعضه (4) ولم يكنه فنظر القوم إليه (5) فقال للقوم إني قد أرى الذي في انفسكم (6) اني لم استطع إلا أن أقول هذا إن رسول الله صلى الله عليه وسلم أمرنا إذا سمعتم من يعتزي بعزاء الجاهلية فأعضوه ولا تكنوا
tahqiqতাহকীক:তাহকীক চলমান