মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

কবীরা ও অন্যান্য গুনাহের বর্ণনা অধ্যায়

হাদীস নং: ৭৫
কবীরা ও অন্যান্য গুনাহের বর্ণনা অধ্যায়
পরিচ্ছেদ : নিফাকী ও মুনাফিকী এবং দ্বিমুখী নীতির প্রতি ভীতি প্রদর্শন
৭৫. মুহাম্মদ ইবন 'আবদুল্লাহ থেকে (রা) বর্ণিত। তিনি বলেন, একদা 'আবদুল্লাহ ইবন 'উমর (রা)-এর সাথে কিছু লোকের সাক্ষাৎ হয়। তখন তারা মারওয়ানের নিকট থেকে বের হয়। সে বললো, তোমরা কোথা থেকে এসেছ? তারা বলে, মারওয়ানের কাছ থেকে বের হয়েছি, তিনি বলেন, তোমরা যেটা সত্য মনে কর, তাকে কি তা বলেছ এবং তার সহযোগিতা করেছ? আর যে কাজ অন্যায় মনে করেছ, তা থেকে কি নিষেধ এবং প্রতিবাদ করেছ? তারা বললো, আল্লাহর শপথ, না। বরং সে অন্যায় কথা বললে আমরা বলি, আপনি ঠিক কাজ করেছেন, (আল্লাহ তোমাকে সংশোধন করুন) এরপর আমরা যখন তার নিকট থেকে বের হলাম, তখন বললাম, আল্লাহ্ তাকে হত্যা করুন, সে কত বড় জালিম ও অপরাধী। 'আবদুল্লাহ (রা) বলেন, আমরা রাসূল (ﷺ)-এর যুগে এ ধরনের কাজকে নিফাকী কাজ হিসাবে গণ্য করতাম।
كتاب الكبائر وأنواع اخرى من المعاصي
باب ما جاء في الترهيب من النفاق وذكر المنافقين وخصالهم وذي الوجهين
عن يزيد يعني ابن الهاد محمد بن عبد الله (9) أنه حدثه أن عبد الله بن عمر لقى ناسا خرجوا من عند مروان فقال من أين جاء هؤلاء؟ قالوا خرجنا عن عند الأمير مروان قال وكل حق رأيتموه تكلمتم به وأنتم عليه؟ وكل منكر رأيتموه أنكرتموه ورددتموه عليه؟ قالوا لا والله بل يقول ما ينكر فنقول قد أصبت أصلحك الله فإذا خرجنا من عنده قلنا قاتله الله ما أظلمه وأفجره قال عبد الله كنا بعهد رسول الله صلى الله عليه وسلم نعد هذا نفاقا لمن كان هكذا
tahqiqতাহকীক:তাহকীক চলমান