মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

কবীরা ও অন্যান্য গুনাহের বর্ণনা অধ্যায়

হাদীস নং: ৬৬
কবীরা ও অন্যান্য গুনাহের বর্ণনা অধ্যায়
পরিচ্ছেদ: পূর্বপুরুষদের ও অন্যান্য বিষয় নিয়ে গর্ব করা থেকে ভীতি প্রদর্শন করা সম্পর্কে যা এসেছে
৬৬. আবূ নাদরা (রা) থেকে বর্ণিত। আইয়্যামে তাশরীক অর্থাৎ জিলহজ্জ মাসের বার তারিখে যে ব্যক্তি রাসূল (ﷺ)-এর খুতবা শুনেছেন, তিনি আমার কাছে বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, হে মানুষ, সাবধান তোমাদের রব এক এবং তোমাদের পিতা একজন। সাবধান, আরবদের উপর অনারবদের কোন মর্যাদা নেই, এবং অনারবদের উপর আরবদের কোন মর্যাদা নেই। সাদার উপর কালোর ও কালোর উপর সাদার কোন মর্যাদা নেই, একমাত্র তাকওয়া ব্যতিত। আমি কি আল্লাহর বাণী পৌঁছাতে পেরেছি? তারা বললেন, হা, ইয়া রাসূলুল্লাহ (ﷺ), আপনি পৌছিয়েছেন।
كتاب الكبائر وأنواع اخرى من المعاصي
باب ما جاء في الترهيب من التفاخر بالآباء في النسب وغير ذلك
عن أبي نضرة (4) حدثني من سمع خطبة رسول الله صلى الله عليه وسلم وسط أيام التشريق فقال يا أيها الناس ألا إن ربكم واحد وإن أباكم واحد ألا لا فضل لعربي على أعجمي ولا لعجمي على عربي ولا لأحمر على أسود ولا أسود على أحمر إلا بالتقوى أبلغت؟ قالوا بلغ رسول الله صلى الله عليه وسلم
tahqiqতাহকীক:তাহকীক চলমান