মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

কবীরা ও অন্যান্য গুনাহের বর্ণনা অধ্যায়

হাদীস নং: ৬৫
কবীরা ও অন্যান্য গুনাহের বর্ণনা অধ্যায়
পরিচ্ছেদ: পূর্বপুরুষদের ও অন্যান্য বিষয় নিয়ে গর্ব করা থেকে ভীতি প্রদর্শন করা সম্পর্কে যা এসেছে
৬৫. আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) বলেন, হয় তোমরা তোমাদের কাওমের লোকদের নিয়ে গর্ব করা ছেড়ে দিবে যারা জাহান্নামের কয়লা আর না হয় তারা আল্লাহর নিকট গোবরে পোকার চেয়েও ঘৃণিত বলে বিবেচিত হবে, যারা নাক দিয়ে দুর্গন্ধ ছড়ায়। তিনি বলেন, আল্লাহ্ তা'আলা পূর্ব পুরুষদের নিয়ে গর্ব করার মূর্খতা তোমাদের থেকে দুর করে দিয়েছেন। মুমিন হলো- খোদাভীরু, আর পাপাচারী হলো- দুর্ভাগা। মানুষ আদমের সন্তান, আর আদম মাটি থেকে তৈরী।
তার দ্বিতীয় বর্ণনায় তিনি বলেন; রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, মানুষ অবশ্যই জাহিলী যুগের গর্ব-অহংকার ত্যাগ করবে, নয়তো আল্লাহর নিকট গোবরে পোকার চেয়েও ঘৃণিত বলে বিবেচিত হবে।
كتاب الكبائر وأنواع اخرى من المعاصي
باب ما جاء في الترهيب من التفاخر بالآباء في النسب وغير ذلك
عن أبي هريرة (1) ان النبي صلى الله عليه وسلم قال ليدعن رجال فخرهم بأقوام إنما هم فحم من فحم جهنم أو ليكونن أهون على الله من الجعلان التي تدفه بأنفها النتن وقال إن الله عز وجل قد أذهب عنكم عيية (2) الجاهلية وفخرها بالآباء مؤمن تقي وفاجر شقي الناس بنو آدم وآدم من تراب (وعنه عن طريق ثان) (3) قال قال رسول الله صلى الله عليه وسلم ليدعن الناس فخرهم في الجاهلية أو ليكونن أبغض الى الله عز وجل من الخنافس
tahqiqতাহকীক:তাহকীক চলমান