মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
কবীরা ও অন্যান্য গুনাহের বর্ণনা অধ্যায়
হাদীস নং: ৬৪
কবীরা ও অন্যান্য গুনাহের বর্ণনা অধ্যায়
পরিচ্ছেদ: পূর্বপুরুষদের ও অন্যান্য বিষয় নিয়ে গর্ব করা থেকে ভীতি প্রদর্শন করা সম্পর্কে যা এসেছে
৬৪. ইবন 'আব্বাস (রা) থেকে বর্ণিত। রাসূল (ﷺ) বলেন, জাহেলিয়াতের যুগে মৃত তোমাদের পূর্ব পুরুষদের নিয়ে গর্ব করো না, যার হাতে আমার প্রাণ! তাঁর শপথ করে বলছি তোমাদের যে সব পূর্ব পুরুষ জাহেলি যুগে মৃত্যুবরণ করেছে, তাদের চেয়ে ময়লা এবং গোবরে পোকা উত্তম।
كتاب الكبائر وأنواع اخرى من المعاصي
باب ما جاء في الترهيب من التفاخر بالآباء في النسب وغير ذلك
عن ابن عباس (10) أن النبي صلى الله عليه وسلم قال لا تفتخروا بآبائكم الذين ماتوا في الجاهلية فوا الذي نفسي بيده لما يدهده (11) الجعل بمنخريه خير من آبائكم الذين ماتوا في الجاهلية