মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

কবীরা ও অন্যান্য গুনাহের বর্ণনা অধ্যায়

হাদীস নং: ৬৭
কবীরা ও অন্যান্য গুনাহের বর্ণনা অধ্যায়
পরিচ্ছেদ: পূর্বপুরুষদের ও অন্যান্য বিষয় নিয়ে গর্ব করা থেকে ভীতি প্রদর্শন করা সম্পর্কে যা এসেছে
৬৭. মু'য়ায ইবন জাবাল (রা) থেকে বর্ণিত। বনি ইসরাঈলের দু'ব্যক্তি মূসা (আ)-এর যুগে বংশ নিয়ে গর্ব করেছিল, তাদের একজন ছিলেন মুসলিম ও অন্যজন ছিলেন মুশরিক, মুশরিক ব্যক্তি বংশ নিয়ে গর্ব করে বললো, আমি অমুকের সন্তান অমুক, এভাবে সে তার নবম পূর্ব পুরুষ পর্যন্ত পৌছলো, এরপর সে মুসলিম ব্যক্তিকে বললো, তুমি পারলে তোমার বংশধারা বর্ণনা কর, তখন সে বললো, আমি অমুকের সন্তান অমুক এবং আমি পিছনে ছেড়ে আসা বংশ পরিচয় থেকে দায়মুক্ত। তারপর মূসা (আ) লোকদুজনকে ডাকলেন, তারা একত্রিত হলে তিনি বললেন, তোমাদের ব্যাপারে ফয়সালা করা হয়েছে। যে ব্যক্তি পূর্ব পুরুষদের নবম পর্যন্ত দাবী করেছ, তুমি তাদের উপরে দশম ব্যক্তি হিসাবে দোযখে যাবে; আর সে ব্যক্তি পিতামাতার সাথে বংশের দাবী করেছে, সে ইসলামী দলের অন্তর্ভুক্ত হবে।
كتاب الكبائر وأنواع اخرى من المعاصي
باب ما جاء في الترهيب من التفاخر بالآباء في النسب وغير ذلك
عن معاذ بن جبل (5) قال انتسب رجلان من بني اسرائيل على عهد موسى عليه السلام احدهما مسلم والآخر مشرك فانتسب المشرك فقال انا فلان بن فلان حتى بلغ تسعة آباء ثم قال لصاحبه انتسب لا أم لك قال أنا فلان بن فلان وأنا بريء مما وراء ذلك فنادى موسى عليه السلام الناس فجمعهم ثم قال قد قضى بينكما أما الذي انتسب إلى تسعة آباء فأنت فوقهم العاشر في النار وأما الذي انتسب إلى ابويه فانت امرؤ من أهل الاسلام
tahqiqতাহকীক:তাহকীক চলমান