মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
কবীরা ও অন্যান্য গুনাহের বর্ণনা অধ্যায়
হাদীস নং: ৪৮
কবীরা ও অন্যান্য গুনাহের বর্ণনা অধ্যায়
পরিচ্ছেদ: 'রিয়া' সম্পর্কে ভীতি প্রদর্শন আর 'রিয়া' হলো গোপন শিরক
৪৮. 'আবদুল্লাহ ইবন 'আউফ কেনানী (রা) থেকে বর্ণিত। তিনি রামলাতে 'উমর ইবন 'আবদুল 'আজিজের কর্মচারী ছিলেন, তিনি 'আবদুল মালিক ইব্ন মারওয়ানকে দেখেছিলেন, 'আমর ইবন সা'ঈদ ইবন 'আসকে যেদিন হত্যা করা হয়, সেদিন তিনি বশীর ইবন আকরাবা জুহানী (রা) কে বলেছিলেন, হে আবুল ইয়ামান, আমি তোমার কথার প্রতি অধিক মুখাপেক্ষী তুমি দাঁড়াও এবং কথা বল। সে বললো, আমি রাসূলুল্লাহ (ﷺ) কে বলতে শুনেছি যে ব্যক্তি খুতবা দিতে দাঁড়ায় এবং মানুষকে দেখানো ও শুনানো ছাড়া কোন তার নিয়ত থাকে না, আল্লাহ কিয়ামতের দিন তাকে এমনভাবে দাঁড় করাবেন, যাতে মানুষ তার দোষত্রুটি দেখে ও শুনে।
كتاب الكبائر وأنواع اخرى من المعاصي
باب ما جاء في الترهيب من الرياء وهو الشرك الخفي نعوذ بالله منه
عن عبد الله بن عوف الكناني (7) وكان عاملا لعمر بن عبد العزيز على الرملة انه شهد عبد الملك بن مروان قال لبشير بن عقربة الجهني يوم قتل عمرو بن سعيد بن العاص يا أبا اليمان قد احتجت اليوم الى كلامك فقم فتكلم قال اني سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من قام بخطبة لا يلتمس بها إلا رياء وسمعة أوقفه الله عز وجل يوم القيامة موقف رياء وسمعة