মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

কবীরা ও অন্যান্য গুনাহের বর্ণনা অধ্যায়

হাদীস নং: ৪৯
কবীরা ও অন্যান্য গুনাহের বর্ণনা অধ্যায়
পরিচ্ছেদ: 'রিয়া' সম্পর্কে ভীতি প্রদর্শন আর 'রিয়া' হলো গোপন শিরক
৪৯. 'আবদুল্লাহ ইবন 'আমর (রা) থেকে বর্ণিত। তিনি রাসূলুল্লাহ (ﷺ) কে বলতে শুনেছেন, যে ব্যক্তি মানুষকে শুনানোর জন্য কাজ করে, আল্লাহ তার দোষ-ত্রুটি নিন্দনীয়ভাবে মানুষকে শুনাবেন এবং তাকে হেয় ও অবজ্ঞা করবেন, বর্ণনাকারী বলেন, একথা শুনে 'আবদুল্লাহর চোখ দিয়ে অশ্রু পরাহিত হতে থাকে।
كتاب الكبائر وأنواع اخرى من المعاصي
باب ما جاء في الترهيب من الرياء وهو الشرك الخفي نعوذ بالله منه
عن عبد الله بن عمرو (8) أنه سمع رسول الله صلى الله عليه وسلم يقول من سمع الناس بعمله سمع الله به سامع خلقه وصغره وحقره قال (1) فذرفت عينا عبد الله
tahqiqতাহকীক:তাহকীক চলমান