মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
কবীরা ও অন্যান্য গুনাহের বর্ণনা অধ্যায়
হাদীস নং: ৪৭
কবীরা ও অন্যান্য গুনাহের বর্ণনা অধ্যায়
পরিচ্ছেদ: 'রিয়া' সম্পর্কে ভীতি প্রদর্শন আর 'রিয়া' হলো গোপন শিরক
৪৭. আবূ হিন্দ দারেমী (রা) থেকে বর্ণিত। তিনি রাসুলুল্লাহ (ﷺ) কে একথা বলতে শুনেছেন, যে ব্যক্তি মানুষকে দেখানো ও শুনানোর জন্য কাজ করে, কিয়ামতের দিন আল্লাহ্ তার সমস্ত দোষ-ত্রুটি মানুষকে দেখাবেন এবং শুনাবেন।
كتاب الكبائر وأنواع اخرى من المعاصي
باب ما جاء في الترهيب من الرياء وهو الشرك الخفي نعوذ بالله منه
عن أبي هند الداري (6) أنه سمع رسول الله صلى الله عليه وسلم يقول من قام مقام رياء وسمعة راآ الله به يوم القيامة وسمع