মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

কবীরা ও অন্যান্য গুনাহের বর্ণনা অধ্যায়

হাদীস নং: ৪৩
কবীরা ও অন্যান্য গুনাহের বর্ণনা অধ্যায়
পরিচ্ছেদ: 'রিয়া' সম্পর্কে ভীতি প্রদর্শন আর 'রিয়া' হলো গোপন শিরক
৪৩. আবু সা'ঈদ ইবন আবু ফাদালা আনসারী (রা) থেকে বর্ণিত। তিনি সাহাবী ছিলেন, তিনি বলেন আমি রাসূলুল্লাহ (ﷺ) কে বলতে শুনেছি, কিয়ামতের দিন যেদিনের আগমন সম্পর্কে কোন সন্দেহের অবকাশ নেই, সেদিন পূর্বাপর সকলকে একত্র করবেন, তখন একজন ঘোষক ঘোষণা দিবে, যে ব্যক্তি আল্লাহ্ তা'আলার সন্তুষ্টির জন্য কাজ করতে গিয়ে এর মধ্যে কাউকে শরীক করবে, সে যেন এর প্রতিদান আল্লাহ্ ছাড়া অন্য কারো নিকট প্রত্যাশা করে। নিশ্চয়ই আল্লাহ্ তা'আলা শরীকদের শিরক থেকে মুক্ত।
كتاب الكبائر وأنواع اخرى من المعاصي
باب ما جاء في الترهيب من الرياء وهو الشرك الخفي نعوذ بالله منه
عن أبي سعيد (1) بن أبي فضالة الانصاري وكان من الصحابة انه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إذا جمع الله عز وجل الأولين والآخرين ليوم لا ريب فيه ينادي مناد من كان أشرك في عمل عمله لله تبارك وتعالى احدا فليطلب ثوابه من عند غير الله عز وجل فإن الله عز وجل أغنى الشركاء عن الشرك
tahqiqতাহকীক:তাহকীক চলমান