মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

কবীরা ও অন্যান্য গুনাহের বর্ণনা অধ্যায়

হাদীস নং: ৪৪
কবীরা ও অন্যান্য গুনাহের বর্ণনা অধ্যায়
পরিচ্ছেদ: 'রিয়া' সম্পর্কে ভীতি প্রদর্শন আর 'রিয়া' হলো গোপন শিরক
৪৪. আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) আমাকে বললেন, আল্লাহ তা'আলা বলেছেন, আমি অংশীদারদের মধ্যে সর্বোত্তম সত্ত্বা, যে ব্যক্তি আমার জন্য কোন আমল করে এবং তাতে আমার সাথে অন্যকে শরীক করে, আমি তার থেকে দায়মুক্ত। সে যার সাথে শিরক করে, কাজটি তার জন্যই হবে। অর্থাৎ তার আমল বিনষ্ট হবে।
كتاب الكبائر وأنواع اخرى من المعاصي
باب ما جاء في الترهيب من الرياء وهو الشرك الخفي نعوذ بالله منه
عن أبي هريرة (2) قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله عز وجل انا خير الشركاء من عمل لي عملا فأشرك غيري فأنا منه بريء وهو الذي أشرك
tahqiqতাহকীক:তাহকীক চলমান