মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

কবীরা ও অন্যান্য গুনাহের বর্ণনা অধ্যায়

হাদীস নং: ৪২
কবীরা ও অন্যান্য গুনাহের বর্ণনা অধ্যায়
পরিচ্ছেদ: 'রিয়া' সম্পর্কে ভীতি প্রদর্শন আর 'রিয়া' হলো গোপন শিরক
৪২. উবাদা ইবন নুসাই (রা) থেকে বর্ণিত। একদা শাদ্দাদ ইবন আউস কাঁদছিলেন। তখন তাকে বলা হলো, তুমি কাঁদছ কেন? তিনি বললেন, রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট থেকে আমি এমন একটি শুনেছি, যার স্মরণ আমাকে কাঁদাচ্ছে। আমি রাসূলুল্লাহ (ﷺ) কে বলতে শুনেছি, তিনি বলেছেন, আমি আমার উম্মতের উপর শিরক ও গোপন কামনার ভয় পাচ্ছি। তিনি বললেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল (ﷺ)! আপনার পরে কি আপনার উম্মত শিরক করবে? তিনি বললেন, হাঁ, তবে তারা সূর্য, চন্দ্র, পাথর ও মূর্তির পুজা করবে না, কিন্তু তারা তাদের নেক আমলসমূহ মানুষের সামনে এমনভাবে প্রকাশ করবে, যাতে লোকেরা তাকে নেককার বলবে, আর গোপন কামনা হলো- তোমাদের কেউ রোযা রাখবে, এরপর তার কাছে কামনা, বাসনা প্রভৃতি উপস্থাপন হলে সে রোযা ত্যাগ করবে।
كتاب الكبائر وأنواع اخرى من المعاصي
باب ما جاء في الترهيب من الرياء وهو الشرك الخفي نعوذ بالله منه
عن عبادة بن أنس (5) من شداد بن أوس رضي الله عنه انه بكى فقيل له ما يبكيك؟ قال شيئا سمعته من رسول الله صلى الله عليه وسلم يقوله فذكرته فأبكاني سمعت رسول الله صلى الله عليه وسلم يقول أتخوف على أمتي الشرك والشهوة الخفية قال قلت يا رسول الله اتشرك أمتك من بعدك؟ قال نعم أما انهم لا يعبدون شمسا ولا قمرا ولا حجرا ولا وثنا ولكن يراءون بأعمالهم (6) والشهوة الخفية أن يصبح أحدهم صائما فتعرض له شهوة من شهواته فيترك صومه
tahqiqতাহকীক:তাহকীক চলমান