মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

কবীরা ও অন্যান্য গুনাহের বর্ণনা অধ্যায়

হাদীস নং: ২৮
কবীরা ও অন্যান্য গুনাহের বর্ণনা অধ্যায়
পরিচ্ছেদ : আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা বিষয়ে ভীতি প্রদর্শন
২৮. 'আবদুল্লাহ ইবন 'আমর ইবনুল 'আস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, কিয়ামতের দিন আত্মীয়তার সম্পর্ক সুতা কাটার টাকুর মত রাখা হবে। সে তার মুখ দিয়ে বিশুদ্ধ কথা বলবে, যে ব্যক্তি আত্মীয়তার বন্ধন অক্ষুণ্ণ রেখেছিল, সে তার সাথে বন্ধন অক্ষুণ্ণ রাখবে। আর যে বন্ধন ছিন্ন করেছিল, সে তার সাথে বন্ধন ছিন্ন করবে। আফফান (র) বলেন, সে তার মুখ দিয়ে কথা বলবে।
كتاب الكبائر وأنواع اخرى من المعاصي
باب ما جاء في الترهيب من قطع صلة الرحم
عن عبد الله بن عمرو بن العاص (5) قال قال رسول الله صلى الله عليه وسلم توضع الرحم يوم القيامة لها حجنة (6) كحجنة المغزل تتكلم بلسان طلق (7) ذلق فتصل من وصلها وتقطع من قطعها وقال عفان (8) المغزل وقال بألسنة لها
tahqiqতাহকীক:তাহকীক চলমান