মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

কবীরা ও অন্যান্য গুনাহের বর্ণনা অধ্যায়

হাদীস নং: ২৭
কবীরা ও অন্যান্য গুনাহের বর্ণনা অধ্যায়
পরিচ্ছেদ : আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা বিষয়ে ভীতি প্রদর্শন
২৭. ইবরাহীম ইবন 'আবদুল্লাহ ইবন কারিয (রা) থেকে বর্ণিত। তার পিতা বলেছেন, তিনি 'আবদুর রহমান ইবন 'আউফের নিকট তার অসুস্থ অবস্থায় গমন করেন, তখন 'আবদুর রহমান তাকে বলেন, তোমার সাথে আত্মীয়তার সম্পর্ক রয়েছে, রাসূলুল্লাহ (ﷺ) বলেন, আল্লাহ্ তা'আলা বলেছেন, আমি রাহমান, আমি আত্মীয়তার বন্ধন সৃষ্টি করেছি এবং আমার নাম থেকে নির্গত করে এই নাম (রাহমান থেকে রেহম) রেখেছি। যে ব্যক্তি এ সম্পর্ক বজায় রাখবে, আর যে ব্যক্তি এ সম্পর্ক ছিন্ন করবে, আমি তার থেকে রহমতের সম্পর্ক ছিন্ন করব, অথবা বলেন, যে ব্যক্তি তা ছিন্ন করবে, আমিও তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করবো।
كتاب الكبائر وأنواع اخرى من المعاصي
باب ما جاء في الترهيب من قطع صلة الرحم
عن ابراهيم بن عبد الله بن قارظ (3) ان اباه حدثه انه دخل على عبد الرحمن بن عوف رضي الله عنه وهو مريض فقال له عبد الرحمن وصلتك رحم أن النبي صلى الله عليه وسلم قال قال الله عز وجل أنا الرحمن خلقت الرحم وشققت لها من اسمي فمن يصلها اصله ومن يقطعها اقطعه فأبته (4) أو قال من يبتها أبته
tahqiqতাহকীক:তাহকীক চলমান