মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
কবীরা ও অন্যান্য গুনাহের বর্ণনা অধ্যায়
হাদীস নং: ২৯
কবীরা ও অন্যান্য গুনাহের বর্ণনা অধ্যায়
পরিচ্ছেদ : আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা বিষয়ে ভীতি প্রদর্শন
২৯. আবু বাকরা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, আল্লাহ অধিক সমীচীন মনে করেন যে, অন্য সব অপরাধের চেয়ে বিদ্রোহী ও আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীর গুনাহের শান্তি আখিরাতের সাথে সাথে দুনিয়াতেও অগ্রীম দেয়া হবে।
তার দ্বিতীয় বর্ণনা, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেন, দু'টি গুনাহর শাস্তি প্রদান করতে আল্লাহ্ দেরী করবেন না, বিদ্রোহী ও আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীর।
তার দ্বিতীয় বর্ণনা, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেন, দু'টি গুনাহর শাস্তি প্রদান করতে আল্লাহ্ দেরী করবেন না, বিদ্রোহী ও আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীর।
كتاب الكبائر وأنواع اخرى من المعاصي
باب ما جاء في الترهيب من قطع صلة الرحم
عن أبي بكرة (9) قال قال رسول الله صلى الله عليه وسلم ما من ذنب أحرى أن يعجل الله بصاحبه العقوبة مع ما يؤخره (10) وفي رواية مع ما يدخر له في الآخرة من بغي أو قطيعة رحم (وعنه من طريق ثان) (1) قال قال رسول الله صلى الله عليه وسلم ذنبان لا يؤخران البغي وقطيعة الرحم