মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

কবীরা ও অন্যান্য গুনাহের বর্ণনা অধ্যায়

হাদীস নং:
কবীরা ও অন্যান্য গুনাহের বর্ণনা অধ্যায়
কিতাবের পঞ্চম ভাগ ভীতি প্রদর্শনবিষয়ক হাদিস সমূহ নিয়ে

অধ্যায় কবীরা ও অন্যান্য গুনাহের বর্ণনা

পরিচ্ছেদ: সাধারণ গুনাহ ও কবীরা গুনাহের বিষয়ে ভীতি প্রদর্শন এবং গুনাহকারীর উপর আল্লাহর ক্রোধ
২. আবু হুরায়রা (রা) আরো বর্ণনা করেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেন, মুমিন, মুমিন, একথা তিনি দু'বার অথবা তিনবার বলেন; অবশ্যই আত্মমর্যাদা বোধের কারণে রাগ করে। আর আল্লাহ্ তা'আলা সর্বাধিক আত্মমর্যাদাবোধ সম্পন্ন।
كتاب الكبائر وأنواع اخرى من المعاصي
القسم الخامس من الكتاب قسم الترهيب

كتاب الكبائر وأنواع اخرى من المعاصي

باب ما جاء في الترهيب من المعاصي مطلقا وغيره الله على مرتكبها
وعنه أيضا (5) أن رسول الله صلى الله عليه وسلم قال المؤمن المؤمن مرتين أو ثلاثا يغار يغار (6) والله أشد غيرا
tahqiqতাহকীক:তাহকীক চলমান