মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
কবীরা ও অন্যান্য গুনাহের বর্ণনা অধ্যায়
হাদীস নং: ১
কবীরা ও অন্যান্য গুনাহের বর্ণনা অধ্যায়
কিতাবের পঞ্চম ভাগ ভীতি প্রদর্শনবিষয়ক হাদিস সমূহ নিয়ে
অধ্যায় কবীরা ও অন্যান্য গুনাহের বর্ণনা
পরিচ্ছেদ: সাধারণ গুনাহ ও কবীরা গুনাহের বিষয়ে ভীতি প্রদর্শন এবং গুনাহকারীর উপর আল্লাহর ক্রোধ
অধ্যায় কবীরা ও অন্যান্য গুনাহের বর্ণনা
পরিচ্ছেদ: সাধারণ গুনাহ ও কবীরা গুনাহের বিষয়ে ভীতি প্রদর্শন এবং গুনাহকারীর উপর আল্লাহর ক্রোধ
১. আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত তিনি বলেন, একদা রাসূলুল্লাহ (ﷺ) কে জিজ্ঞেস করা হয়েছিল, আপনি আত্মমর্যাদাবোধের কারণে রাগ করেন কিনা? তিনি বলেন, আল্লাহর কসম! আমি নিজ আত্মমর্যাদাবোধ রক্ষার্থে রাগ করি আল্লাহ্ আমার থেকেও বেশী আত্মমর্যাদাবোধের কারণে রাগ করেন। আর আল্লাহ্ তাঁর আত্মমর্যাদাবোধর কারণেই সমস্ত অশ্লীলতা থেকে নিষেধ করেছেন।
আবূ হুরায়রা (রা)-এর দ্বিতীয় বর্ণনা, রাসূলুল্লাহ (ﷺ) বলেন, মুমিনগণ আত্মমর্যাদাবোধের কারণে রাগ করে থাকেন। আল্লাহ্ নিজেও আত্মমর্যাদাবোধের কারণে রাগ করেন, আল্লাহর আত্মমর্যাদায় তখন আঘাত আসে, যখন মুমিন আল্লাহ্ কর্তৃক নিষিদ্ধ কাজে অগ্রসর হয়।
আবূ হুরায়রা (রা)-এর দ্বিতীয় বর্ণনা, রাসূলুল্লাহ (ﷺ) বলেন, মুমিনগণ আত্মমর্যাদাবোধের কারণে রাগ করে থাকেন। আল্লাহ্ নিজেও আত্মমর্যাদাবোধের কারণে রাগ করেন, আল্লাহর আত্মমর্যাদায় তখন আঘাত আসে, যখন মুমিন আল্লাহ্ কর্তৃক নিষিদ্ধ কাজে অগ্রসর হয়।
كتاب الكبائر وأنواع اخرى من المعاصي
القسم الخامس من الكتاب قسم الترهيب
كتاب الكبائر وأنواع اخرى من المعاصي
باب ما جاء في الترهيب من المعاصي مطلقا وغيره الله على مرتكبها
كتاب الكبائر وأنواع اخرى من المعاصي
باب ما جاء في الترهيب من المعاصي مطلقا وغيره الله على مرتكبها
عن أبي هريرة (6) قال قيل لرسول الله صلى الله عليه وسلم اما تغار؟ قال والله أني لأغار والله أغير منى (1) ومن غيرته نهى عن الفواحش (وعنه من طريق ثان) (2) ان نبي الله صلى الله عليه وسلم قال المؤمن يغار (3) والله يغار ومن غيرة الله أن يأتي المؤمن شيئا حرم الله