মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
কবীরা ও অন্যান্য গুনাহের বর্ণনা অধ্যায়
হাদীস নং: ৩
কবীরা ও অন্যান্য গুনাহের বর্ণনা অধ্যায়
কিতাবের পঞ্চম ভাগ ভীতি প্রদর্শনবিষয়ক হাদিস সমূহ নিয়ে
অধ্যায় কবীরা ও অন্যান্য গুনাহের বর্ণনা
পরিচ্ছেদ: সাধারণ গুনাহ ও কবীরা গুনাহের বিষয়ে ভীতি প্রদর্শন এবং গুনাহকারীর উপর আল্লাহর ক্রোধ
অধ্যায় কবীরা ও অন্যান্য গুনাহের বর্ণনা
পরিচ্ছেদ: সাধারণ গুনাহ ও কবীরা গুনাহের বিষয়ে ভীতি প্রদর্শন এবং গুনাহকারীর উপর আল্লাহর ক্রোধ
৩. মুগীরা ইবন শু'বা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন সা'দ ইবন 'উবাদা (রা) বলেছেন, আমি যদি আমার স্ত্রীকে কোন পুরুষের সাথে দেখতাম, তাহলে অবশ্যই উন্মুক্ত তলোয়ার দিয়ে তাকে হত্যা করতাম। রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট এ কথা পৌঁছলে তিনি বলেন, তোমরা সা'দের আত্মমর্যাদাবোধ দেখে অবাক হচ্ছ। আল্লাহর কসম! আমি তার থেকে আত্মমর্যাদাবোধসম্পন্ন ব্যক্তি, আর আল্লাহ্ আমার চেয়েও আত্মমর্যাদাসম্পন্ন। এ আত্মমর্যাদার কারণেই তিনি প্রকাশ্য ও অপ্রকাশ্য সমস্ত অশ্লীলতাকে হারাম করে দিয়েছেন। আল্লাহর তুলনায় অধিক আত্মমর্যাদাবোধ সম্পন্ন আর কেউ নেই। আল্লাহ্ তুলনায় অধিক পরিমাণে ওযর গ্রহণকারী কোন সত্ত্বা নেই। এ কারণেই তিনি রাসূলদেরকে প্রেরণ করেছেন মানুষদেরকে সুসংবাদ ও সতর্ক করার জন্য। আর আল্লাহ্ তুলনায় অধিক প্রশংসা পছন্দকারী কেউ নেই, এজন্যই তিনি জান্নাতের প্রতিশ্রুতি দিয়েছেন।
তার দ্বিতীয় বর্ণনায় তিনি বলেন, 'উবায়দুল্লাহ কাওয়ারেরী অনুরূপ সনদ ও মতনসহ হাদীস বর্ণনা করেছেন, আবূ আওয়ানা নয়। আবু 'আবদুর রহমান বলেন, (অর্থাৎ আবদুল্লাহ ইব্ন ইমাম আহমদ) 'উবায়দুল্লাহ কাওয়ারেরী বলেন, জাহমিয়াদের নিকট এ হাদীস থেকে কঠোর কোন হাদীস নেই, তা হল: আল্লাহ্ তা'আলার চাইতে অধিক প্রশংসা পছন্দকারী আর কেউ নেই।
তার দ্বিতীয় বর্ণনায় তিনি বলেন, 'উবায়দুল্লাহ কাওয়ারেরী অনুরূপ সনদ ও মতনসহ হাদীস বর্ণনা করেছেন, আবূ আওয়ানা নয়। আবু 'আবদুর রহমান বলেন, (অর্থাৎ আবদুল্লাহ ইব্ন ইমাম আহমদ) 'উবায়দুল্লাহ কাওয়ারেরী বলেন, জাহমিয়াদের নিকট এ হাদীস থেকে কঠোর কোন হাদীস নেই, তা হল: আল্লাহ্ তা'আলার চাইতে অধিক প্রশংসা পছন্দকারী আর কেউ নেই।
كتاب الكبائر وأنواع اخرى من المعاصي
القسم الخامس من الكتاب قسم الترهيب
كتاب الكبائر وأنواع اخرى من المعاصي
باب ما جاء في الترهيب من المعاصي مطلقا وغيره الله على مرتكبها
كتاب الكبائر وأنواع اخرى من المعاصي
باب ما جاء في الترهيب من المعاصي مطلقا وغيره الله على مرتكبها
عن المغيرة بن شعبة (7) الله قال قال سعد بن عبادة لو رأيت رجلا مع امراتي لضربته بالسيف غير مصفح فبلغ ذلك رسول الله صلى الله عليه وسلم قال اتعجبون من غيرة سعد واله لأنا أغير منه والله أغير مني (7) ومن أجل غيرة الله حرم الفواحش ما ظهر منها وما بطن ولا شخص أغير من الله (9) ولا شخص أحب اليه العذر (10) من الله من أجل ذلك بعث الله المرسلين مبشرين ومنذرين ولا شخص أحب إليه مدحة من الله (11) من أجل ذلك وعد الله الجنة (ومن طريق ثان) قال حدثنا عبيد الله القواريري ليس ثنا أبو عوانة بإسناده مثله (1) سواء قال أبو عبد الرحمن (2) قال عبيد الله القواريري ليس حديث أشد على الجهمية (3) من هذا الحديث قوله لا شخص أحب إليه مدحة من الله عز وجل