মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

শিষ্টাচার, নসীহত, হিকমত এবং কম কথায় অধিক অর্থ পূর্ণ বিষয়ের বর্ণনায় উৎসাহ প্রদান অধ্যায়

হাদীস নং: ১০৮
শিষ্টাচার, নসীহত, হিকমত এবং কম কথায় অধিক অর্থ পূর্ণ বিষয়ের বর্ণনায় উৎসাহ প্রদান অধ্যায়
এমন কিছু হাদীস যা উদাহরণ অথবা প্রবাদ বাক্য হিসেবে এসেছে
১০৮. আবূ কিলাবা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আবূ 'আবদুল্লাহ (র) আবু মাসউদ (রা)-এর উদ্দেশ্যে বললো, অথবা আবু মাসউদ (রা) আবূ 'আবদুল্লাহর অর্থাৎ হুযায়ফা (রা)কে বললেন, আপনি রাসূলুল্লাহ (ﷺ) কে زَعَمُوْا এর বিষয়ে কী বলতে শুনেছেন, তিনি বলেন আমি তাকে বলতে শুনেছি, زَعَمُوْا মানুষের কত নিকৃষ্ট মুদ্রাদোষ।
كتاب جامع للأدب والمواعظ والحكم وجوامع الكلم في الترغيبات
خاتمة في احاديث جرت مجرى الامثال
عن أبي قلابة (1) قال قال أبو عبد الله لأبي مسعود أو قال أبو مسعود لأبي عبد الله يعني حذيفة رضي الله عنهما ما سمعت رسول الله صلى الله عليه وسلم يقول في زعموا (2) قال سمعته يقول بنس مطية الرجل
tahqiqতাহকীক:তাহকীক চলমান