মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
শিষ্টাচার, নসীহত, হিকমত এবং কম কথায় অধিক অর্থ পূর্ণ বিষয়ের বর্ণনায় উৎসাহ প্রদান অধ্যায়
হাদীস নং: ১০৯
শিষ্টাচার, নসীহত, হিকমত এবং কম কথায় অধিক অর্থ পূর্ণ বিষয়ের বর্ণনায় উৎসাহ প্রদান অধ্যায়
এমন কিছু হাদীস যা উদাহরণ অথবা প্রবাদ বাক্য হিসেবে এসেছে
১০৯. ইবন 'আব্বাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল (ﷺ) বলেছেন, সংবাদ পাওয়া স্বচক্ষে দর্শনের মত নয়। আল্লাহ্ তা'আলা মুসা (আ) কে তার জাতির গো-পূজা সম্পর্কে সংবাদ দিয়েছেন। তখন কিন্তু তিনি তিনি কাষ্ঠ ফলকগুলো নিক্ষেপ করেননি। যখন তিনি তাদের কাজটি স্বচক্ষে প্রত্যক্ষ করেন তখনই কাষ্ঠ ফলকগুলো নিক্ষেপ করেন। ফলে তা ভেংগে যায়।
كتاب جامع للأدب والمواعظ والحكم وجوامع الكلم في الترغيبات
خاتمة في احاديث جرت مجرى الامثال
عن ابن عباس (4) قال قال رسول الله صلى الله عليه وسلم ليس الخبر كالمعاينة ان الله عز وجل اخبر موسى بما صنع قومه في العجل فلم يلق الألواح فلما عاين ما صنعوا القى الألواح فانكسرت