মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

শিষ্টাচার, নসীহত, হিকমত এবং কম কথায় অধিক অর্থ পূর্ণ বিষয়ের বর্ণনায় উৎসাহ প্রদান অধ্যায়

হাদীস নং: ১০৭
শিষ্টাচার, নসীহত, হিকমত এবং কম কথায় অধিক অর্থ পূর্ণ বিষয়ের বর্ণনায় উৎসাহ প্রদান অধ্যায়
এমন কিছু হাদীস যা উদাহরণ অথবা প্রবাদ বাক্য হিসেবে এসেছে
১০৭. আবু দারদা (রা) থেকে বর্ণিত, নবী করিম (ﷺ) বলেন, কোন জিনিসের ভালবাসা যেন তোমাকে অন্ধ ও বধির করে না ফেলে।
كتاب جامع للأدب والمواعظ والحكم وجوامع الكلم في الترغيبات
خاتمة في احاديث جرت مجرى الامثال
عن أبي الدرداء عن النبي صلى الله عليه وسلم قال حبك الشيء يعمي ويصم
tahqiqতাহকীক:তাহকীক চলমান