মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

শিষ্টাচার, নসীহত, হিকমত এবং কম কথায় অধিক অর্থ পূর্ণ বিষয়ের বর্ণনায় উৎসাহ প্রদান অধ্যায়

হাদীস নং: ৮০
শিষ্টাচার, নসীহত, হিকমত এবং কম কথায় অধিক অর্থ পূর্ণ বিষয়ের বর্ণনায় উৎসাহ প্রদান অধ্যায়
পরিচ্ছেদ: ছয়টি বিষয় সম্পর্কে যা এসেছে
৮০. ইয়াদ ইব্‌ন গুতাইফ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা আবু উবায়দা ইবনুল জাররাহ (রা) এর নিকট তার অসুস্থ অবস্থায় তাকে দেখার জন্য প্রবেশ করলাম। তখন তাঁর স্ত্রী তুহাইফাহ তার মাথার কাছে বসা ছিল। আমরা তার স্ত্রীকে জিজ্ঞেস করলাম, আবু 'উবায়দা কিভাবে রাত যাপন করেছেন? সে উত্তর দিল, সে ছওয়াবের সাথে রাত্রি যাপন করেছে। তখন আবূ 'উবায়দা (রা) বললেন, না আমি ছওয়াবের সাথে রাত কাটাইনি, এতক্ষণ তিনি দেয়ালের দিকে মুখ ফিরিয়ে রেখেছিলেন, তারপর তিনি লোকদের দিকে ফিরে বললেন, আমি যা বলেছি সে ব্যাপারে তোমরা আমাকে প্রশ্ন করবে না? তারা বললো, আপনি যা বলেছেন আমরা তাতে অবাক হইনি যে আমরা সে সম্পর্কে জিজ্ঞেস করবো। তিনি বললেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) কে বলতে শুনেছি, তিনি বলেছেন, যে ব্যক্তি আল্লাহর পথে উত্তম দান করবে সে তার বিনিময়ে সাতশত গুণ ছাওয়াব পাবে, যে ব্যক্তি নিজের ও তার পরিবারের জন্য খরচ করবে, অথবা কোন রোগীর সেবা করবে অথবা কারও কষ্ট দুর করে দেবে, সে দশগুণ পরিমাণ নেকী পাবে। রোযা ঢালস্বরূপ যতক্ষণ না তা ছিদ্র করা হয়, যে ব্যক্তিকে আল্লাহ্ শারিরীকভাবে পরীক্ষা করেন, তাতে তার গুনাহ ও ভুল-ত্রুটি মিটিয়ে দেয়া হয়।
كتاب جامع للأدب والمواعظ والحكم وجوامع الكلم في الترغيبات
باب ما جاء في السداسيات
عن عياض بن غطيف (5) قال دخلنا على أبي عبيدة بن الجراح نعوده من شكوى اصابه وامرأته تحيفه قاعدة عند رأسه قلت كيف بات أبو عبيدة؟ قالت والله لقد بات بأجر فقال أبو عبيدة ما بت بأجر وكان مقبلا بوجهه على الحائط فأقبل على القوم بوجهه فقال ألا تسألوني عما قلت؟ قالوا ما أعجبنا ما قلت فنسألك عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من أنفق نفقه فاضلة في سبيل الله فسبعمائة ومن أنفق على نفسه وأهله أو عاد مريضا أو ماز (6) أذى فالحسنة بعشر أمثالها (والصوم جنة مالم يخرقها) ومن ابتلاه الله ببلاء في جسده فهو له حطة
tahqiqতাহকীক: