মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
শিষ্টাচার, নসীহত, হিকমত এবং কম কথায় অধিক অর্থ পূর্ণ বিষয়ের বর্ণনায় উৎসাহ প্রদান অধ্যায়
হাদীস নং: ৭৮
শিষ্টাচার, নসীহত, হিকমত এবং কম কথায় অধিক অর্থ পূর্ণ বিষয়ের বর্ণনায় উৎসাহ প্রদান অধ্যায়
পরিচ্ছেদ: পঞ্চম শব্দের সংখ্যা দিয়ে যা আরম্ভ করা হয়েছে
৭৮. আবূ যর (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমার বন্ধু মুহাম্মদ (ﷺ) আমাকে পাঁচটি কাজের ওসীয়ত করেছেন। আমি যেন মিসকীনদের প্রতি দয়া করি এবং তাদের সাথে উঠাবসা করি, আমি যেন আমার নিচে অবস্থানকারী লোকদের প্রতি তাকাই এবং উপরে অবস্থানকারী লোকদের প্রতি না তাকাই; আত্মীয়তার সম্পর্ক বজায় রাখি, যদিও তারা এড়িয়ে চলে; সত্য কথা বলি, যদিও সেটা তিক্ত হয়। আর আমি যেন 'লা হাওলা অলা-কুয়্যাতা ইল্লাহ বিল্লাহ’ এর যিকির করি।
বর্ণনাকারী গুফরার দাস বলেন, আমার জানা মতে পাঁচটির মধ্যে 'লা-হাওলা অলা কুয়্যাতা' এটাই শুধু বাকী রয়েছে।
বর্ণনাকারী গুফরার দাস বলেন, আমার জানা মতে পাঁচটির মধ্যে 'লা-হাওলা অলা কুয়্যাতা' এটাই শুধু বাকী রয়েছে।
كتاب جامع للأدب والمواعظ والحكم وجوامع الكلم في الترغيبات
باب ما جاء في الخماسيات المبدوءة بعدد
عن أبي ذر (7) عن النبي صلى الله عليه وسلم قال أوصاني حيي بخمس أرحم المساكين وأجالسهم وانظر إلى من هو تحتي ولا أنظر إلى من هو فوقي وأن أصل الرحم وان ادبرت وأن اقول بالحق وان كان مرا وان أقول لا حول ولا قوة إلا بالله يقول مولى غفرة لا أعلم بقى فينا من الخمس إلا هذه قولنا لا حول ولا قوة إلا بالله قال أبو عبد الرحمن (8) وسمعته انا من الحكم بن موسى وقال عن محمد بن كعب عن أبي ذر عن النبي صلى الله عليه وسلم مثله