মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
শিষ্টাচার, নসীহত, হিকমত এবং কম কথায় অধিক অর্থ পূর্ণ বিষয়ের বর্ণনায় উৎসাহ প্রদান অধ্যায়
হাদীস নং: ৭৭
শিষ্টাচার, নসীহত, হিকমত এবং কম কথায় অধিক অর্থ পূর্ণ বিষয়ের বর্ণনায় উৎসাহ প্রদান অধ্যায়
পরিচ্ছেদ: পঞ্চম শব্দের সংখ্যা দিয়ে যা আরম্ভ করা হয়েছে
৭৭. মু'য়ায ইবন জাবাল (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) আমাদের নিকট থেকে পাঁচটি জিনিষের ওয়াদা নেন, যে ব্যক্তি তার একটি পালন করবে, সে আল্লাহর নিকট পুরস্কারের নিশ্চয়তা পাবে। যে ব্যক্তি রোগীর সেবা করে, অথবা জানাযার সাথে বের হয়, অথবা আল্লাহর পথে যুদ্ধে বের হয়, অথবা ইমামকে সত্য পথে সাহায্য ও সম্মান করার ইচ্ছে নিয়ে তার নিকট গমন করো, অথবা ঘরে বসে থাকে, ফলে মানুষ তার অনিষ্ট থেকে রক্ষা পায়, এবং মানুষের অনিষ্ট থেকেও সে রক্ষা পায়।
كتاب جامع للأدب والمواعظ والحكم وجوامع الكلم في الترغيبات
باب ما جاء في الخماسيات المبدوءة بعدد
عن معاذ (3) قال عهد الينا رسول الله صلى الله عليه وسلم في خمس من فعل منهن واحدة كان ضامنا (4) على الله من عاد مريضا أو خرج مع جنازة أو خرج غازيا في سبيل الله أو دخل على امام يريد بذلك تعزيره (5) وتوقيره أو قعد في بيت فيسلم الناس منه (6) ويسلم