মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
শিষ্টাচার, নসীহত, হিকমত এবং কম কথায় অধিক অর্থ পূর্ণ বিষয়ের বর্ণনায় উৎসাহ প্রদান অধ্যায়
হাদীস নং: ৭৬
শিষ্টাচার, নসীহত, হিকমত এবং কম কথায় অধিক অর্থ পূর্ণ বিষয়ের বর্ণনায় উৎসাহ প্রদান অধ্যায়
পরিচ্ছেদ: পঞ্চম শব্দের সংখ্যা দিয়ে যা আরম্ভ করা হয়েছে
৭৬. রাসূল (ﷺ)-এর আযাদকৃত গোলাম সূত্রে আবু সাল্লাম (রা) থেকে বর্ণিত। রাসূল (ﷺ) বলেন, চমৎকার পাঁচটি কাজ মিযানের পাল্লা ভারী করে দেবে, (অন্য বর্ণনায় তখন জনৈক ব্যক্তি বললেন, সেগুলো কি হে আল্লাহর রাসূল (ﷺ)।) তিনি বললেন, লা-ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবর, সুবহানাল্লাহ, আল- হামদুলিল্লাহ, আর এমন সন্তান যার মৃত্যুতে পিতা সওয়াব আশা করে। তিনি আরো বললেন, চমৎকার ঐ পাঁচটি জিনিষ যার প্রতি যে কোন ব্যক্তি দৃঢ়ভাবে বিশ্বাস রেখে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে সে জান্নাতে প্রবেশ করবে, (তা হল) আল্লাহ্ ও কিয়ামতের প্রতি বিশ্বাস, জান্নাত ও জাহান্নামের প্রতি বিশ্বাস, মৃত্যুর পরে পুনরুত্থানের প্রতি বিশ্বাস এবং হিসাবের প্রতি বিশ্বাস।
كتاب جامع للأدب والمواعظ والحكم وجوامع الكلم في الترغيبات
باب ما جاء في الخماسيات المبدوءة بعدد
عن أبي سلام (1) عن مولى لرسول الله صلى الله عليه وسلم أن رسول الله صلى الله عليه وسلم قال بخ بخ (2) لخمس ما أثقلهن في الميزان (وفي رواية قال رجل ما هن يا رسول الله قال) لا إله إلا الله والله أكبر وسبحان الله والحمدلله والولد الصالح يتوفى فيحتسبه والده قال بخ بخ لخمس من لقى الله عز وجل مستيقنا بهن دخل الجنة يؤمن بالله واليوم الآخر وبالجنة والنار وبالبعث بعد الموت والحساب