মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
শিষ্টাচার, নসীহত, হিকমত এবং কম কথায় অধিক অর্থ পূর্ণ বিষয়ের বর্ণনায় উৎসাহ প্রদান অধ্যায়
হাদীস নং: ৭২
শিষ্টাচার, নসীহত, হিকমত এবং কম কথায় অধিক অর্থ পূর্ণ বিষয়ের বর্ণনায় উৎসাহ প্রদান অধ্যায়
পরিচ্ছেদ : পাঁচটি বিষয় সম্পর্কে যা বর্ণিত হয়েছে
৭২. আবু যর (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) ছয় দিন ধরে বললেন, (অর্থাৎ আবু যর (রা) রাসূলের নিকট বারবার তাকে অসিয়ত করার আহবান করেছিলেন, তিনি হিকমত স্বরূপ দীর্ঘায়িত করলেন) তিনি বললেন, হে আবু যর, আমি তোমাকে পরে যা বলবো তা বুঝে নিও, সপ্তম দিন রাসূলুল্লাহ (ﷺ) বললেন, আমি তোমাকে প্রকাশ্য ও গোপনে আল্লাহকে ভয় করার অসিয়ত করছি। যখন খারাপ কাজ কর, সাথে সাথে ভাল কাজ করার চেষ্টা কর, কেননা ভাল কাজ খারাপ কাজকে মিটিয়ে দেয়: কখনও কারো কাছে কিছু চাবে না, যদি তোমার চাবুক ও পড়ে যায় তবুও না, কারো আমানত রাখবে না। (অন্য বর্ণনায়: আমানত রক্ষা করতে যদি অপারগ হও।) আর দু'জনের মাঝে বিচার করবে না। (আবু যর দুর্বল হওয়ার কারণে তিনি একথা বলেছেন।)
كتاب جامع للأدب والمواعظ والحكم وجوامع الكلم في الترغيبات
باب ما جاء في الخماسيات
عن أبي ذرأن رسول الله صلى الله عليه وسلم قال ستة أيام (1) ثم اعقل يا أبا ذر ما أقول لك بعد فلما كان اليوم السابع قال اوصيك بتقوى الله في سر أمرك وعلانيته وإذا أسأت فأحسن (2) ولا تسألن أحدا شيئا وإن سقط سوطك (3) ولا تقبض امانة (وفي رواية ولا تووين أمانة) (4) ولا تقض بين اثنين