মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

শিষ্টাচার, নসীহত, হিকমত এবং কম কথায় অধিক অর্থ পূর্ণ বিষয়ের বর্ণনায় উৎসাহ প্রদান অধ্যায়

হাদীস নং: ৭৩
শিষ্টাচার, নসীহত, হিকমত এবং কম কথায় অধিক অর্থ পূর্ণ বিষয়ের বর্ণনায় উৎসাহ প্রদান অধ্যায়
পরিচ্ছেদ : পাঁচটি বিষয় সম্পর্কে যা বর্ণিত হয়েছে
৭৩. আবু মরিয়ম (রা) থেকে বর্ণিত। তিনি আবু হুরায়রা (রা) কে বলতে শুনেছেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, শাসন ক্ষমতা কুরায়শদের মাঝে, বিচার ব্যবস্থা আনসারদের হাতে, (আর আনসারদেরকে নির্দিষ্ট করার অর্থ- তাদের অনেক ফকীহ ছিলেন, যেমন মু'য়ায ইবনে যাবাল, যায়েদ ইব্‌ন ছাবিত।) আযান দেয়া হাবশীদের হাতে, (তাদের মধ্যে বেলাল (রা) ছিলেন মুয়াযযীন), আর দৃঢ় ঈমান ইয়ামনীদের হাতে, (তাদের দৃঢ় ঈমানের কারণে।) যায়েদ বলেন, আমানত ইয়ামেনের 'আযদের' হাতে; (এটি একটি গোত্রের নাম।)
كتاب جامع للأدب والمواعظ والحكم وجوامع الكلم في الترغيبات
باب ما جاء في الخماسيات
عن أبي مريم (6) أنه سمع ابا هريرة رضي الله عنه يقول قال رسول الله صلى الله عليه وسلم الملك في قريش والقضاء في الأنصار (7) والأذان في الحبشة (8) والشرعة في اليمن وقال زيد (9) مرة يحفظه والأمانة في الأزد
tahqiqতাহকীক:তাহকীক চলমান