মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
শিষ্টাচার, নসীহত, হিকমত এবং কম কথায় অধিক অর্থ পূর্ণ বিষয়ের বর্ণনায় উৎসাহ প্রদান অধ্যায়
হাদীস নং: ৭১
শিষ্টাচার, নসীহত, হিকমত এবং কম কথায় অধিক অর্থ পূর্ণ বিষয়ের বর্ণনায় উৎসাহ প্রদান অধ্যায়
পরিচ্ছেদ : পাঁচটি বিষয় সম্পর্কে যা বর্ণিত হয়েছে
৭১. সাহাল ইবন মু'য়ায (রা) থেকে বর্ণিত। তিনি তার পিতা থেকে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে ব্যক্তি আল্লাহর উদ্দেশ্য কাউকে দান করে, আল্লাহর উদ্দেশ্য কাউকে দান করা থেকে বিরত থাকে, আল্লাহর উদ্দেশ্য কাউকে ভালবাসে, আল্লাহর উদ্দেশ্য কাউকে অপছন্দ করে এবং আল্লাহর উদ্দেশ্য বিবাহ করে, সে ঈমানের পরিপূর্ণতা অর্জন করে।
كتاب جامع للأدب والمواعظ والحكم وجوامع الكلم في الترغيبات
باب ما جاء في الخماسيات
عن سهل بن معاذ عن أبيه (9) عن رسول الله صلى الله عليه وسلم انه قال من أعطى لله تعالى ومنع لله تعالى وأحب لله تعالى وأبغض لله تعالى وأنكح لله تعالى فقد استكمل ايمانه