মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
শিষ্টাচার, নসীহত, হিকমত এবং কম কথায় অধিক অর্থ পূর্ণ বিষয়ের বর্ণনায় উৎসাহ প্রদান অধ্যায়
হাদীস নং: ৭০
শিষ্টাচার, নসীহত, হিকমত এবং কম কথায় অধিক অর্থ পূর্ণ বিষয়ের বর্ণনায় উৎসাহ প্রদান অধ্যায়
পরিচ্ছেদ: চারটি বিষয়ে সংখ্যা উল্লেখ করে যা এসেছে
৭০. আবু মাস'উদ (রা) থেকে বর্ণিত। নবী করিম (ﷺ) বলেন, একজন মুসলমানের উপর অন্য মুসলমানের চারটি হক বা অধিকার রয়েছে: কেউ দাওয়াত করলে তা কবুল করবে, হাঁচি দিলে তার জবাব দেবে অসুস্থ হলে তার সেবা করবে, এবং মৃত্যুবরণ করলে তার জানাযায় অংশগ্রহণ করবে।
كتاب جامع للأدب والمواعظ والحكم وجوامع الكلم في الترغيبات
باب في الرباعيات المبدوءة بعدد
عن أبي مسعود (8) عن النبي صلى الله عليه وسلم قال للمسلم على المسلم أربع خلال أن يجيبه إذا دعاه ويشتمه إذا عطس وإذا مرض أن يعوده وإذا مات أن يشهده