মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

শিষ্টাচার, নসীহত, হিকমত এবং কম কথায় অধিক অর্থ পূর্ণ বিষয়ের বর্ণনায় উৎসাহ প্রদান অধ্যায়

হাদীস নং: ৬৯
শিষ্টাচার, নসীহত, হিকমত এবং কম কথায় অধিক অর্থ পূর্ণ বিষয়ের বর্ণনায় উৎসাহ প্রদান অধ্যায়
পরিচ্ছেদ: চারটি বিষয়ে সংখ্যা উল্লেখ করে যা এসেছে
৬৯. আবু সা'ঈদ খুদরী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আবদুল কায়েস গোত্রের দূত নবী করিম (ﷺ)-এর কাছে এসে বললো, আমরা রবিয়া এলাকার লোক, আমাদের ও আপনার মাঝে রয়েছে এই কাফির গোত্র 'মুদর'। আর আমরা আপনার কাছে পবিত্র মাস ছাড়া অন্য সময় আসতে পারি না। কাজেই আমাদেরকে এমন কাজের আদেশ দিন, যা পালন করে আমরা জান্নাতে প্রবেশ করতে পারি এবং আমাদের পেছনে রেখে আসা অন্যান্য লোকদেরকে আহবান করতে পারি। তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন, আমি তোমাদেরকে চারটি কাজের আদেশ দিচ্ছি এবং চারটি কাজ করতে নিষেধ করছি। তোমরা আল্লাহর ইবাদত করবে, তাঁর সাথে কাউকে শরীক করবে না। তবে এটা চারটি হুকুমের মধ্যে গণ্য নয়। তোমরা নামায কায়েম করবে, যাকাত আদায় করবে, রমযানের রোযা পালন করবে, গনিমতের মালের এক পঞ্চমাংশ দান করবে। আর তিনি লাউয়ের শুকনা খোলের পাত্র, নাকীর, খেজুর গাছের মূলকাণ্ড খুঁড়ে তৈরীকৃত কাঠের পাত্র, 'মুযাফফাত', বা আল কাতরার প্রলেপযুক্ত পাত্র ও 'হানতাম' বা মাটির তৈরী এক ধরনের সবুজ কলসী ব্যবহার করতে নিষেধ করেছেন। তারা বললো, 'নাকীর' সম্পর্কে আপনি কি জানেন। রাসূল (ﷺ) বললেন, খেজুর গাছের মূল কাণ্ড খুঁড়ে তৈরী করা কাঠের পাত্র যাতে ছোট ছোট খেজুর রাখা হয়, অথবা খেজুর ও পানি, যখন তা সিদ্ধ হয়ে যায় তোমরা তা পান কর। আর তাতে এমন নেশা জন্মে, যদি তোমাদের মধ্যের কেউ তা পান করে, তবে সে তার আপন চাচাত ভাইকে তলোয়ার দিয়ে হত্যা করতে উদ্যত হবে। এর কারণে গোত্রের (জোহাম নামক) এক ব্যক্তির হাটুতে আঘাত লেগেছিল, আর সে লজ্জিত হয়ে তা রাসূলের নিকট থেকে গোপন করার চেষ্টা করছিল। তারা বলে, আপনি আমাদের কি পান করতে বলেন? তিনি বললেন, যে পাত্রের মুখে-দড়ি দিয়ে বেঁধে রাখা হয় সেগুলো থেকে পান করবে। তারা বললো, আমাদের দেশে প্রচুর ইদুর রয়েছে এবং সেখানে চামড়ার তৈরী পাত্র পাওয়া যায় না। তখন তিনি বললেন, যদিও ইঁদুরে খায়, একথা তিনি দুইবার বা তিনবার বলেন। এরপর রাসূলুল্লাহ (ﷺ) আব্দুল কায়েস গোত্রের নেতাকে বলেন, তোমার মধ্যে এমন দুটি গুণ রয়েছে, যা আল্লাহ পছন্দ করেন ও ভালবাসেন, একটি হলো- সহনশীলতা এবং অপরটি হলো ধীর-স্থিরতা।
كتاب جامع للأدب والمواعظ والحكم وجوامع الكلم في الترغيبات
باب في الرباعيات المبدوءة بعدد
وعنه أيضا (3) ان وفد عبد القيس لما قدموا على رسول الله صلى الله عليه وسلم قالوا انا حي من ربيعة وبيننا وبينك كفار مضر ولسنا نستطيع أن نأتيك إلا في اشهر الحرم فمرنا بأمر إذا نحن أخذنا به دخلنا الجنة ونأمر به أو ندعو من وراءنا فقال آمركم بأربع وأنهاكم عن اربع اعبدوا الله ولا تشركوا به شيئا فهذا ليس من الأربع (4) واقيموا الصلاة وآتوا الزكاة وصوموا رمضان واعطوا من الغنائم الخمس وانهاكم عن الدباء والنقر والحتم والمزفت (5) قالوا وما علمك بالنقير قال جذع ينقرثم يلقون ليه من القطيعاء (1) أو التمر والماء حتى إذا سكن غليانه شربتموه حتى إن أحدكم ليضرب ابن عمه بالسيف (2) وفي القوم رجل أصابته جراحة (3) من ذلك فجعلت اخبؤها حياء من رسول الله صلى الله عليه وسلم قالوا فما تأمرنا أن نشرب؟ قال في الأسقية التي يلاث (4) على أفواهها قال ان ارضنا ارض كثيرة الجرذان (5) لا تبقى فيها أسقية الأدم (6) قال وان أكلته الجرذان مرتين أو ثلاثا وقال لأشج عبد القيس (7) إن فيك خلقين يحبهما الله عز وجل الحلم والأناه
tahqiqতাহকীক:তাহকীক চলমান