মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
শিষ্টাচার, নসীহত, হিকমত এবং কম কথায় অধিক অর্থ পূর্ণ বিষয়ের বর্ণনায় উৎসাহ প্রদান অধ্যায়
হাদীস নং: ৬৮
শিষ্টাচার, নসীহত, হিকমত এবং কম কথায় অধিক অর্থ পূর্ণ বিষয়ের বর্ণনায় উৎসাহ প্রদান অধ্যায়
পরিচ্ছেদ: চারটি বিষয়ে সংখ্যা উল্লেখ করে যা এসেছে
৬৮. আবু সা'ঈদ খুদরী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা রাসূলুল্লাহ (ﷺ) আমার হাত ধরে বলেন, হে আবূ সা'ঈদ! যে ব্যক্তি এ তিনটি কথা মনে প্রাণে বলবে, সে জান্নাতে প্রবেশ করবে। আমি জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রাসূল (ﷺ)! সেগুলো কি? তিনি বললেন, যে আল্লাহকে রব হিসাবে স্বীকার করে, ইসলামকে দ্বীন হিসাবে মেনে নেয় এবং মুহাম্মদ (ﷺ) কে রাসূল হিসাবে মেনে নেয়। এরপর রাসূলুল্লাহ (ﷺ) বললেন, হে আবূ সা'ঈদ! চতুর্থ জিনিসটি আসমান ও যমীনের মাঝখানের সকল জিনিসের চেয়ে উত্তম মর্যাদাশীল, আর তা হলো- আল্লাহর পথে জিহাদ করা।
كتاب جامع للأدب والمواعظ والحكم وجوامع الكلم في الترغيبات
باب في الرباعيات المبدوءة بعدد
عن أبي سعيد الخدري (2) قال أخذ رسول الله صلى الله عليه وسلم بيدي فقال يا أبا سعيد ثلاثة من قالهن دخل الجنة قلت ما هن يا رسول الله قال من رضى بالله ربا وبالاسلام دينا وبمحمد رسولا ثم قال يا أبا سعيد والرابعة لها من الفضل كما بين السماء إلى الأرض وهي الجهاد في سبيل الله