মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

শিষ্টাচার, নসীহত, হিকমত এবং কম কথায় অধিক অর্থ পূর্ণ বিষয়ের বর্ণনায় উৎসাহ প্রদান অধ্যায়

হাদীস নং: ৬১
শিষ্টাচার, নসীহত, হিকমত এবং কম কথায় অধিক অর্থ পূর্ণ বিষয়ের বর্ণনায় উৎসাহ প্রদান অধ্যায়
পরিচ্ছেদ: চারটি বিষয় সম্পর্কে যা এসেছে
৬১. 'উছমান ইবন যুফার (রা) থেকে বর্ণিত। তিনি হুদায়বিয়ার সন্ধির সময় উপস্থিত ছিলেন। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, উত্তম চরিত্র মানুষের রিযিক বৃদ্ধি করে এবং আল্লাহর নিকট তাকে সম্মানিত করে; আর অসৎ চরিত্র মানুষকে বঞ্চিত করে এবং জাহান্নামে প্রবেশ করায়। দানশীলতা মানুষের জীবনে বরকত দান করে, আর সাদকা মানুষকে নিকৃষ্ট ও কষ্টদায়ক মৃত্যু থেকে হিফাযত করে।
كتاب جامع للأدب والمواعظ والحكم وجوامع الكلم في الترغيبات
باب ما جاء في الرباعيات
عن عثمان بن زفر (2) عن بعض بني رافع بن مكيث وكان ممن شهد الحديبية ان النبي صلى الله عليه وسلم قال حسن الخلق نماء (3) وسوء الخلق شؤم (4) والبر زيادة في العمر (5) والصدقة تمنع ميتة (6) السود
tahqiqতাহকীক:তাহকীক চলমান