মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
শিষ্টাচার, নসীহত, হিকমত এবং কম কথায় অধিক অর্থ পূর্ণ বিষয়ের বর্ণনায় উৎসাহ প্রদান অধ্যায়
হাদীস নং: ৬০
শিষ্টাচার, নসীহত, হিকমত এবং কম কথায় অধিক অর্থ পূর্ণ বিষয়ের বর্ণনায় উৎসাহ প্রদান অধ্যায়
পরিচ্ছেদ: চারটি বিষয় সম্পর্কে যা এসেছে
৬০. আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেন, যে মরুভূমিতে বাস করে, সে নির্দয় হয় যার অন্তর শিকারের কাজে ব্যস্ত, সে উদাসীন হয়; যে শাসকের দরবারে গমন করে, সে মোহগ্রস্ত হয়। (অর্থাৎ তাদের ঐশ্চর্য ও জাকজমক দেখে আল্লাহর নিয়ামতের কথা ভুলে যায়), আর যে ব্যক্তি যতবেশী শাসকের নিকটবর্তী হবে, ততবেশী আল্লাহর নিকট থেকে দুরে সরে যাবে।
كتاب جامع للأدب والمواعظ والحكم وجوامع الكلم في الترغيبات
باب ما جاء في الرباعيات
عن أبي هريرة (12) قال قال رسول الله صلى الله عليه وسلم من بدا (13) جفا ومن اتبع الصيد غفل (14) ومن أتى أبواب السلطان افتتن (1) وما ازداد عبد من السلطان قربا إلا ازداد من الله بعدا