মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
শিষ্টাচার, নসীহত, হিকমত এবং কম কথায় অধিক অর্থ পূর্ণ বিষয়ের বর্ণনায় উৎসাহ প্রদান অধ্যায়
হাদীস নং: ৬২
শিষ্টাচার, নসীহত, হিকমত এবং কম কথায় অধিক অর্থ পূর্ণ বিষয়ের বর্ণনায় উৎসাহ প্রদান অধ্যায়
পরিচ্ছেদ: চারটি বিষয় সম্পর্কে যা এসেছে
৬২. ইবন 'উমার (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী করিম (ﷺ) বলেছেন, যে ব্যক্তি আল্লাহ্ ওয়াস্তে আশ্রয় প্রার্থনা করবে, তোমরা তাকে আশ্রয় দেবে। তোমাদের কাছে যে আল্লাহর ওয়াস্তে চাবে, তোমরা তাকে দান করবে, তোমাদের মধ্যে কেউ কাউকে দাওয়াত করলে, তার দাওয়াতে সাড়া দেবে। তোমাদের মধ্যে যে ব্যক্তি কল্যাণের কাজ করে, তোমরা তাকে তার প্রতিদান দেবে। যদি প্রতিদান দিতে না পার, তাহলে তার জন্য এমনভাবে দু'আ করবে, যে তোমরা বুঝতে পার যে তার প্রতিদান দিতে পেরেছো।
كتاب جامع للأدب والمواعظ والحكم وجوامع الكلم في الترغيبات
باب ما جاء في الرباعيات
عن ابن عمر (7) عن النبي صلى الله عليه وسلم قال من استعاذ بالله فأعيذوه ومن سألكم بالله فأعطوه ومن دعاكم فأجيبوه ومن أتى عليكم معروفا فكافئوه فإن لم تجدوا ما تكافئوه فادعوا له حتى تعلموا ان قد كافأنموه