মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

শিষ্টাচার, নসীহত, হিকমত এবং কম কথায় অধিক অর্থ পূর্ণ বিষয়ের বর্ণনায় উৎসাহ প্রদান অধ্যায়

হাদীস নং: ৫২
শিষ্টাচার, নসীহত, হিকমত এবং কম কথায় অধিক অর্থ পূর্ণ বিষয়ের বর্ণনায় উৎসাহ প্রদান অধ্যায়
পরিচ্ছেদ: তিন সংখ্যা উল্লেখ করে যা এসেছে
৫২. আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) আমাকে তিনটি কাজের আদেশ দিয়েছেন এবং তিনটি কাজ করতে নিষেধ করেছেন। আমাকে প্রত্যেক দিন দুপুরের সময় দু'রাকাত নামায পড়তে, নিদ্রা যাওয়ার পূর্বে বিতরের নামায পড়তে এবং প্রত্যেক মাসে তিনদিন রোযা রাখতে আদেশ দিয়েছেন, আর তিনি নামাযে মোরগের মত ঠোকর দিয়ে সিজদা করতে, কুকুরের বসার মত হাত পা ছেড়ে বসতে এবং শৃগালের মত এদিক সেদিক তাকাতে নিষেধ করেছেন।
(বুখারী, মুসলিম ও অন্যান্য)
كتاب جامع للأدب والمواعظ والحكم وجوامع الكلم في الترغيبات
باب الثلاثيات المبدوءة بعدد
عن أبي هريرة (5) قال أمرني رسول الله صلى الله عليه وسلم بثلاث ونهاني عن ثلاث أمرني بركعتي الضحى كل يوم والوتر قبل النوم وصيام ثلاثة أيام من كل شهر ونهانى عن نقرة كنقرة الديك (6) واقعاء كأقعاء الكلب (7) والتفات كالتفات الثعلب
tahqiqতাহকীক:তাহকীক চলমান