মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
শিষ্টাচার, নসীহত, হিকমত এবং কম কথায় অধিক অর্থ পূর্ণ বিষয়ের বর্ণনায় উৎসাহ প্রদান অধ্যায়
হাদীস নং: ৫১
শিষ্টাচার, নসীহত, হিকমত এবং কম কথায় অধিক অর্থ পূর্ণ বিষয়ের বর্ণনায় উৎসাহ প্রদান অধ্যায়
পরিচ্ছেদ: তিন সংখ্যা উল্লেখ করে যা এসেছে
৫১. আবু দারদা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমার হাবীব আমাকে তিনটি কাজের উপদেশ দিয়েছেন, আল্লাহর ইচ্ছায় আমি তা কখনও ত্যাগ করবো না। তিনি আমাকে উপদশ দিয়েছেন, পূর্বাহ্নে নামায পড়তে। নিদ্রার পূর্বে বিতরের নামায পড়তে এবং প্রতি মাসে তিনটি করে রোযা রাখতে।
كتاب جامع للأدب والمواعظ والحكم وجوامع الكلم في الترغيبات
باب الثلاثيات المبدوءة بعدد
عن أبي الدرداء (4) عن النبي صلى الله عليه وسلم مثله وفيه وسبحة الضحى في الحضر والسفر