মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
শিষ্টাচার, নসীহত, হিকমত এবং কম কথায় অধিক অর্থ পূর্ণ বিষয়ের বর্ণনায় উৎসাহ প্রদান অধ্যায়
হাদীস নং: ৫০
শিষ্টাচার, নসীহত, হিকমত এবং কম কথায় অধিক অর্থ পূর্ণ বিষয়ের বর্ণনায় উৎসাহ প্রদান অধ্যায়
পরিচ্ছেদ: তিন সংখ্যা উল্লেখ করে যা এসেছে
৫০. 'আবদুল্লাহ ইবন হাওয়ালা (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে ব্যক্তি তিনটি জিনিস থেকে মুক্তি পায়, সে অবশ্যই মুক্তি পেয়েছে। একথা তিনি তিনবার বলেন। ঐ তিনটি জিনিস হলো, আমার মৃত্যু পরবর্তী ফিতনা, দাজ্জালের বড় ফিতনা, এমন একজন খলিফার হত্যার ফিতনা থেকে যিনি হকের উপর ধৈর্যধারণ করে আছেন (উসমান (রা))।
كتاب جامع للأدب والمواعظ والحكم وجوامع الكلم في الترغيبات
باب الثلاثيات المبدوءة بعدد
عن عبد الله بن حوالة (7) أن رسول الله صلى الله عليه وسلم قال من نجا من ثلاث فقد نجا ثلاث مرات موتى (1) والدجال وقتل خليفة مصطبر بالحق يعطيه