মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
শিষ্টাচার, নসীহত, হিকমত এবং কম কথায় অধিক অর্থ পূর্ণ বিষয়ের বর্ণনায় উৎসাহ প্রদান অধ্যায়
হাদীস নং: ৪৯
শিষ্টাচার, নসীহত, হিকমত এবং কম কথায় অধিক অর্থ পূর্ণ বিষয়ের বর্ণনায় উৎসাহ প্রদান অধ্যায়
পরিচ্ছেদ: তিন সংখ্যা উল্লেখ করে যা এসেছে
৪৯. মুহাম্মদ ইবন যুবায়র (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তিনটি বিষয়ে মুমিনদের অন্তর খিয়ানত করতে পারে না তাহলো- আল্লাহর জন্য নিষ্ঠাবান আমল, মুসলমানদের নেতৃবর্গকে সদুপদেশ দান করা এবং মুসলমানদের সাথে জামাত বদ্ধভাবে জীবন যাপন করা। কেননা, তাদের দু'আ তাদের পরবর্তীদেরকেও পরিবেষ্টন করে।
كتاب جامع للأدب والمواعظ والحكم وجوامع الكلم في الترغيبات
باب الثلاثيات المبدوءة بعدد
عن محمد بن جبير بن مطعم عن أبيه (6) أن رسول الله صلى الله عليه وسلم قال ثلاث لا يغل عليهن قلب المؤمن اخلاص العمل والنصيحة لولي الأمر ولزوم الجماعة فإن دعوتهم تكون من ورائه