মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
শিষ্টাচার, নসীহত, হিকমত এবং কম কথায় অধিক অর্থ পূর্ণ বিষয়ের বর্ণনায় উৎসাহ প্রদান অধ্যায়
হাদীস নং: ৪৮
শিষ্টাচার, নসীহত, হিকমত এবং কম কথায় অধিক অর্থ পূর্ণ বিষয়ের বর্ণনায় উৎসাহ প্রদান অধ্যায়
পরিচ্ছেদ: তিন সংখ্যা উল্লেখ করে যা এসেছে
৪৮. মুহাম্মদ ইবন 'আবদুর রহমান (রা) থেকে বর্ণিত। তিনি আনসারদের এক ব্যক্তি থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ (ﷺ)-এর একজন সাহাবী বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তিনটি কাজ প্রত্যেক মুসলমানের অবশ্যই করা উচিত। তাহলো- জুমু'য়ার দিন গোসল করা, মিসওয়াক করা এবং সম্ভব হলে সুগন্ধি মাখা।
كتاب جامع للأدب والمواعظ والحكم وجوامع الكلم في الترغيبات
باب الثلاثيات المبدوءة بعدد
عن محمد بن عبد الرحمن بن ثوبان (4) عن رجل من الأنصار عن رجل من أصحاب النبي صلى الله عليه وسلم أنه قال ثلاث حق على كل مسلم (5) الغسل يوم الجمعة والسواك ويمسس من طيب ان وجد