মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

শিষ্টাচার, নসীহত, হিকমত এবং কম কথায় অধিক অর্থ পূর্ণ বিষয়ের বর্ণনায় উৎসাহ প্রদান অধ্যায়

হাদীস নং: ৪৭
শিষ্টাচার, নসীহত, হিকমত এবং কম কথায় অধিক অর্থ পূর্ণ বিষয়ের বর্ণনায় উৎসাহ প্রদান অধ্যায়
পরিচ্ছেদ: তিন সংখ্যা উল্লেখ করে যা এসেছে
৪৭. 'উকবা ইবন আমির (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তিন ব্যক্তির দু'আ আল্লাহ্ কবুল করেন, মুসাফির, পিতামাতা ও মজলুমের দু'আ।
كتاب جامع للأدب والمواعظ والحكم وجوامع الكلم في الترغيبات
باب الثلاثيات المبدوءة بعدد
عن عقبة بن عامر (3) قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاث مستجاب لهم دعوتهم المسافر والوالد والمظلوم
tahqiqতাহকীক:তাহকীক চলমান