মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

শিষ্টাচার, নসীহত, হিকমত এবং কম কথায় অধিক অর্থ পূর্ণ বিষয়ের বর্ণনায় উৎসাহ প্রদান অধ্যায়

হাদীস নং: ৪৬
শিষ্টাচার, নসীহত, হিকমত এবং কম কথায় অধিক অর্থ পূর্ণ বিষয়ের বর্ণনায় উৎসাহ প্রদান অধ্যায়
পরিচ্ছেদ: তিন সংখ্যা উল্লেখ করে যা এসেছে
৪৬. সাহাল ইবন হুনায়ফ (রা) থেকে বর্ণিত। রাসূল (ﷺ) তাকে পাঠালেন এবং বললেন, তুমি আমার পক্ষ থেকে মক্কাবাসীদের জন্য সংবাদ বাহক, তুমি মক্কাবাসীদের বলবে: রাসূলুল্লাহ (ﷺ) আমাকে পাঠিয়েছেন তোমাদেরকে সালাম দিয়ে তিনটি কাজের নির্দেশ দেওয়ার জন্য। তাহলো তোমরা আল্লাহ্ ব্যতিত অন্য কারো নামে শপথ করবে না, কিবলাকে সামনে ও পেছনে রেখে পায়খানা করতে বসবে না এবং মলমূত্র ত্যাগের পর হাড় ও পশুমল দিয়ে পবিত্র হবে না।
كتاب جامع للأدب والمواعظ والحكم وجوامع الكلم في الترغيبات
باب الثلاثيات المبدوءة بعدد
عن سهل بن حنيف (2) أن النبي صلى الله عليه وسلم بعثه قال أنت رسولي إلى أهل مكة قل ان رسول الله صلى الله عليه وسلم أرسلني يقرأ عليكم السلام ويأمركم بتلات لا تحلفوا بغير الله وإذا تخليتم فلا تستقبلوا القبلة ولا تستدبروها ولا تستنجوا بعظم ولا ببعرة
tahqiqতাহকীক:তাহকীক চলমান