মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
স্বপ্নের ব্যাখ্যা অধ্যায়
হাদীস নং: ৪৭
স্বপ্নের ব্যাখ্যা অধ্যায়
পরিচ্ছেদ: নবী (ﷺ)-এর স্বপ্ন।
৪৭। আনাস ইবন মালিক (রা) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, আমি আজ রাতে স্বপ্নে দেখেছি, যেন আমি রাফি' ইবন উকবা (রা)-এর ঘরে রয়েছি। (অন্য বর্ণনায়: উকবা ইবন রাফি'।) সে সময় আমাদের নিকট ইবন তা'ব নামক খুরমা হতে কিছু খুরমা আমাদের সামনে উপস্থিত করা হল। আমি এর ব্যাখ্যা করলাম যে, আমাদের জন্য দুনিয়াতে সুউচ্চ মর্যাদা রয়েছে এবং পরকালে শুভ পরিণাম রয়েছে। আর আমাদের দীন অবশ্যই উত্তম।
(মুসলিম, আবূ দাউদ, নাসাঈ)
(মুসলিম, আবূ দাউদ, নাসাঈ)
كتاب تعبير الرؤيا
باب رُؤى النبي صلى الله عليه وسلم
عن أنس بن مالك (7) أن رسول الله صلى الله عليه وسلم قال رأيت الليلة كأني في دار رافع بن عقبة (وفي رواية عقبة بن رافع) فأوتينا بتمر من تمر ابن طاب (8) فأولت أن لنا الرفعة في الدنيا والعاقبة في الآخرة وأن ديننا قد طاب