মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

স্বপ্নের ব্যাখ্যা অধ্যায়

হাদীস নং: ৪৮
স্বপ্নের ব্যাখ্যা অধ্যায়
পরিচ্ছেদ: নবী (ﷺ)-এর স্বপ্ন।
৪৮। আবদুল্লাহ ইবন উমর (রা) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেন, তিনি বলেন, আমি (স্বপ্নযোগে) এলোমেলো চুলবিশিষ্ট এক কৃষ্ণকায় মহিলাকে দেখলাম, সে মদীনা হতে বের হয়ে 'মাহয়া'আ' নামক স্থানে এসে দাঁড়াল। আমি এটার ব্যাখ্যা করলাম যে, এখানকার মহামারি মাহয়া'আ নামক জায়গায় স্থানান্তরিত হয়ে গেছে। 'মাহয়া'আ' কে জুহফা বলা হয় (শামবাসীদের ইহরাম বাঁধার স্থান)।
(বুখারী, তিরমিযী, ইবন মাজাহ)
كتاب تعبير الرؤيا
باب رُؤى النبي صلى الله عليه وسلم
عن عبد الله ابن عمر (9) عن النبي صلى الله عليه وسلم قال رأيت امرأة سوداء ثائرة الرأس خرجت من المدينة حتى قامت بمهيعة (10) فأوّلت أن وباءها نقل إلى مهيعة وهي الجحفة
tahqiqতাহকীক:তাহকীক চলমান