মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
স্বপ্নের ব্যাখ্যা অধ্যায়
হাদীস নং: ৪৬
স্বপ্নের ব্যাখ্যা অধ্যায়
পরিচ্ছেদ: নবী (ﷺ)-এর স্বপ্ন।
৪৬। জাবির ইবন আবদিল্লাহ (রা) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, আমি স্বপ্নে দেখেছি যেন আমার নিকট এক ঝুড়ি শুকনো খেজুর উপস্থিত করা হয়েছে। এরপর আমি একটি নিয়ে কামড় দিলে তাতে বিচি পেলাম এবং এতে আমি ব্যথা পেলাম। তাই আমি সেটা ফেলে দিলাম। তারপর আরো একটি নিয়ে কামড় দিলাম। তাতে বিচি পেলাম। সেটাকেও ফেলে দিলাম। আবু বকর (রা) বললেন, আমাকে অনুমতি দিন, আমি এর ব্যাখ্যা করি। বর্ণনাকারী বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বললেন, তুমি ব্যাখ্যা কর। তিনি বললেন, এর অর্থ হল, আপনি যে সেনাদল প্রেরণ করেছেন, তারা নিরাপদ থাকবে, গনীমত লাভ করবে। তারপর তারা একলোকের সঙ্গে মিলিত হবে। সে আপনার যিম্মার শপথ করলে, তারা তাকে ছেড়ে দিবে। তারপর তারা অপর একলোকের সঙ্গে মিলিত হবে। সে আপনার যিম্মার শপথ করলে, তারা তাকে ছেড়ে দিবে। এরপর তারা তৃতীয়বার একজনের সঙ্গে মিলিত হবে। সে আপনার যিম্মার শপথ করলে, তারা তাকে ছেড়ে দিবে। রাসূলুল্লাহ (ﷺ) বললেন, ফেরেশতা আমাকে অনুরূপই বলেছেন।
(হাদীসটি অন্যত্র পাওয়া যায় নি। এর সনদে বর্ণনাকারী মুজালিদ ইবন সা'ঈদ নির্ভরযোগ্য। তবে তিনি সমালোচিত।)
(হাদীসটি অন্যত্র পাওয়া যায় নি। এর সনদে বর্ণনাকারী মুজালিদ ইবন সা'ঈদ নির্ভরযোগ্য। তবে তিনি সমালোচিত।)
كتاب تعبير الرؤيا
باب رُؤى النبي صلى الله عليه وسلم
عن جابر بن عبد الله (3) أن رسول الله صلى الله عليه وسلم قال رأيت كأني أتِيت بكتلة تمر فعجمتها (4) في قمي فوجدت فيها نواة فآذتني فلفظتها (5) ثم أخذت أخرى فعجمتها فوجدت فيها نواة فلفظتها، ثم أخذت أخرى فعجمتها فوجدت فيها نواة فلفظتها، قال أبو بكر دعني فلأعبِرّها، قال قال أعبِرها، قال هو جيشك الذي بعثت يسلم ويغنم فيلقون رجلا فيلشدهم ذمتك فيدعونه، ثم يلقون رجلا فيشدهم ذمتك فيدعونه، ثم يلقون رجلا فينشدهم ذمتك فيدعونه، قال كذلك قال الملك