মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
স্বপ্নের ব্যাখ্যা অধ্যায়
হাদীস নং: ৪৫
স্বপ্নের ব্যাখ্যা অধ্যায়
পরিচ্ছেদ: নবী (ﷺ)-এর স্বপ্ন।
৪৫। আনাস ইবন মালিক (রা) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, আমি দেখেছি, যেরূপ ঘুমন্ত ব্যক্তি দেখে (অর্থাৎ স্বপ্নে দেখেছি যে,) আমি একটি মেষ শাবকের পিছনে আরোহণ করেছি এবং আমার তরবারীর প্রান্তভাগ যেন ভেঙ্গে গেছে। আমি এর ব্যাখ্যা করলাম যে, আমি সেনাদলের অধিনায়ককে হত্যা করব আর আমার পরিবারের এক লোক নিহত হবে।
(বাযযার। হাদীসটির সনদে বর্ণনাকারী 'আলী ইবন যায়দ' নির্ভরযোগ্য, তবে তার স্মৃতিশক্তি দুর্বল। এ ছাড়া অন্যান্য বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য।)
(বাযযার। হাদীসটির সনদে বর্ণনাকারী 'আলী ইবন যায়দ' নির্ভরযোগ্য, তবে তার স্মৃতিশক্তি দুর্বল। এ ছাড়া অন্যান্য বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য।)
كتاب تعبير الرؤيا
باب رُؤى النبي صلى الله عليه وسلم
عن أنس بن مالك (8) أن رسول الله صلى الله عليه وسلم قال رأيت فيما يرى النائم كأني مردف كبشا وكأن ظُبَة سيفي (9) انكسرت فأولت أني أقتُل صاحب الكتيبة (1) وأن رجلا من أهل بيتي يقتل