মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

স্বপ্নের ব্যাখ্যা অধ্যায়

হাদীস নং: ৪৪
স্বপ্নের ব্যাখ্যা অধ্যায়
পরিচ্ছেদ: নবী (ﷺ)-এর স্বপ্ন।
৪৪। ইবন আব্বাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বদর যুদ্ধের দিন 'যুলকাফার' নামক তলোয়ারটি নিজের জন্য নফল হিসেবে গ্রহণ করেছেন। এটা সেই তলোয়ার যার সম্বন্ধে তিনি ওহুদ যুদ্ধের দিন স্বপ্নে দেখেছিলেন। তিনি বললেন, আমি আমার 'যুলকাফার' তলোয়ারের এক প্রান্ত ভাঙ্গা দেখলাম। তখন আমি এর ব্যাখ্যা করলাম যে, তোমরা একবার পরাজয় বরণ করবে। আমি আরো দেখলাম যে, আমি একটি মেষের পিছনে সাওয়ার হয়ে আছি। আমি এর ব্যাখ্যা করলাম যে, এটা সেনাদলের অধিনায়ক। আমি আরো দেখলাম যে, একটি গাভী যবাহ করা হচ্ছে। আল্লাহর শপথ! আমি মনে করি যে, গাভী তো কল্যাণকর। (বর্ণনাকারী বলেন,) রাসূলুল্লাহ (ﷺ) যেরূপ বলেছেন, তাই সংঘটিত হয়েছে।
(তিরমিযী, ইবন মাজাহ। এর সনদ হাসান।)
كتاب تعبير الرؤيا
باب رُؤى النبي صلى الله عليه وسلم
عن ابن عباس (5) قال تنفل رسول الله صلى الله عليه وسلم سيفه ذا الفَقار (6) يوم بدر وهو الذي رأى فيه الرؤيا يوم أحد فقال رأيت في سيفي ذي الفقار فلاّ (7) فأولته فلاّ يكون فيكم ورأيت أني مردف كبشا فأوّلته كبش الكتيبة، ورأيت أني في درع حصينة فأوّلتها المدينة، ورأيت بقرا تذبح فبقرٌ والله خير، فكان الذي قال رسول الله صلى الله عليه وسلم
tahqiqতাহকীক:তাহকীক চলমান